এমএসএন ত্রয়ী মিলিত হওয়ার ইঙ্গিত দিলেন নেইমার
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ঐতিহাসিক আক্রমণত্রয়ী লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ, যা ফুটবলপ্রেমীদের কাছে 'এমএসএন' নামে পরিচিত, ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক। বর্তমানে মেসি ও সুয়ারেজ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে একসঙ্গে খেলছেন। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখনও এই দুই বন্ধুর থেকে দূরে। সম্প্রতি নেইমার ইঙ্গিত দিয়েছেন, এই ত্রয়ী আবার একত্রে মাঠ কাঁপাতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন স্পোর্ট নেইমারের কাছে প্রশ্ন রেখেছিল, মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন সম্ভব কিনা। জবাবে নেইমার বলেন, 'নিশ্চিতভাবেই মেসি এবং সুয়ারেজের সঙ্গে একত্রে খেলতে পারা অসাধারণ হবে। তারা আমার ঘনিষ্ঠ বন্ধু। আমরা এখনও নিয়মিত যোগাযোগ রাখি। সেই ত্রয়ী আবারও পুনর্জন্ম লাভ করলে তা অত্যন্ত উপভোগ্য হবে। তবে আমি বর্তমানে আল-হিলালে খুশি। সৌদি আরবে ভালো আছি। ফুটবল সারপ্রাইজে ভরা, তাই ভবিষ্যৎ নিয়ে কিছু বলা কঠিন।'
পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন নেইমার। 'যখন পিএসজি ছাড়ার বিষয়টি সামনে আসে, তখন যুক্তরাষ্ট্রের দলবদল উইন্ডো বন্ধ ছিল। ফলে সৌদি ক্লাব আল-হিলাল আমার জন্য সবচেয়ে ভালো বিকল্প ছিল। তাদের প্রস্তাব আমার এবং আমার পরিবারের জন্য খুবই উপকারী ছিল।'
নেইমারের সঙ্গে আল-হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। অন্যদিকে, মেসি ও সুয়ারেজের ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। বয়সে পাঁচ বছরের ছোট নেইমারের ক্যারিয়ার তুলনামূলক দীর্ঘায়িত হতে পারে। যদিও তার ক্যারিয়ার বারবার ইনজুরিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অক্টোবরের শেষদিকে মাঠে ফিরে তিনি আবারও চার সপ্তাহের জন্য ইনজুরিতে পড়েছেন।
মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন হলে ভক্তদের কাছে তা হবে একটি স্বপ্নের মুহূর্ত। তবে নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নির্ভর করছে তার বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর। আল-হিলালের হয়ে তার সাম্প্রতিক গোল প্রমাণ করে, তিনি এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম।