বিপিএল ২০২৫-এ কে কোন দলের অধিনায়ক
আজ সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন এটি। তবে সাত ফ্র্যাঞ্চাইজি অধিনায়কের নাম ঘোষণা করতে শেষ সময় পর্যন্ত অপেক্ষায় রাখল। ম্যাচের আগের দিন চূড়ান্ত হলো কে কোন দলের অধিনায়ক।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লেয়ার ড্রাফটের আগেই তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
বাকি পাঁচ দলের অধিনায়কের নাম ঘোষণা হয়েছে রোববার। ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরাকে অধিনায়ক করেছে। মেহেদী মিরাজের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীর অধিনায়ক করা হয়েছ এনামুল হক বিজয়কে। চট্টগ্রাম কিংসের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। সিলেট স্ট্রাইকার্স আরিফুল হককে দায়িত্ব দিয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল'র ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।
অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখা থেকে টিকিট সংগ্রহ করার সুযোগ থাকছে। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য রোববার (২৯ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
এদিকে বিপিএল শুরুর মাত্র একদিন আগে পর্যন্ত টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে বিসিবির পক্ষ থেকে সঠিক কোনো তথ্য না দেয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকাল সকালে মিরপুর স্টেডিয়ামের সামনে অনেক ভক্ত বিক্ষোভ করেন এবং বিসিবির বিরুদ্ধে 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেন। সমর্থকদের চাপে অবশেষে শেষ মুহূর্তে টিকিট বিক্রির প্রক্রিয়া ঘোষণা করতে বাধ্য হয় বিসিবি।