রোনালদোকে টপকে এমবাপের দ্রুততম 'ফিফটি'
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত একটি জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ষষ্ঠ ম্যাচে তারা আতালান্টাকে ৩-২ গোলে পরাজিত করেছে। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। তবে পুরো ম্যাচে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল আতালান্টা, যদিও রিয়াল শেষ পর্যন্ত জয় পেয়েছে।
ম্যাচের দশম মিনিটে এমবাপে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপের ৫০তম গোল, যা তিনি ৭৯তম ম্যাচে সম্পন্ন করেন। এই মাইলফলকটি অর্জন করতে এমবাপের তিনটি বড় নামকে ছাড়িয়ে গেছেন- রোনালদো (৯১ ম্যাচ), বেনজেমা (৮৮ ম্যাচ) এবং লেভানডোভস্কি (৭৭ ম্যাচ)। তবে মেসি (৬৬ ম্যাচ) ও রুড ফন নিস্টলরয় (৬২ ম্যাচ) এখনও শীর্ষে রয়েছেন।
এমবাপে প্রথমার্ধে একটি অসাধারণ গোল করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন। আনচেলত্তি জানিয়েছেন, এমবাপের উরুতে টান লেগেছে এবং তা গুরুতর নয় বলে প্রাথমিকভাবে মনে হলেও আগামী দিনে পরীক্ষার পরই আসল পরিস্থিতি জানা যাবে।
এদিকে, দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ভিনিসিয়ুস এবং ৫৯ মিনিটে বেলিংহামের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। আটালান্টা ৬৫ মিনিটে আদেমোলা লুকমানের দুর্দান্ত গোলের মাধ্যমে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ম্যাচের শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের সঙ্গে ২৪তম স্থান থেকে ১৮তম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ, তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযানে নতুন আশা জাগিয়ে।