হারের কারণ হিসেবে ব্যাটারদের দুষলেন টাইগার অধিনায়ক
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে কোনো পাত্তাই পায়নি মিরাজের দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচ হারের পর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা শিকার করেছেন টাইগার অধিনায়ক।
সেন্ট কিটসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এক সময় তো ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল টাইগাররা। সেখান থেকে রেকর্ড ৯২ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দেন মাহমুদউল্লাহ ও তানজিম হাসান। তবে এই রানও যথেষ্ট ছিল না ক্যারিবীয়দের আটকাতে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই লক্ষ্য ৭ উইকেট এবং ৭৯ বল হাতে রেখেই তুলে ফেলে।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল শিকার করে বলেন, 'মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই।'
এই মাঠে স্কোরবোর্ডে ৩০০ রান ছাড়া লড়াই করা সম্ভব নয় বলে জানিয়েছেন মিরাজ। টাইগার অধিনায়ক বলেন, 'তারা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।'
ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দুষলেও, বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেন, 'প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।'
Comments