টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি ঘটেছে ভারতের
এক থেকে একেবারে তিনে, অ্যাডিলেড টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই ধাপ অবনতি হয়েছে ভারতের। যারা এই পরিবর্তনে মূল ভূমিকা রাখল, সেই অস্ট্রেলিয়া তিন থেকে উঠেছে সবার উপরে। অন্যভাবে বললে, বর্ডার গাভাস্কার সিরিজে মুখোমুখি দুই দল নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করল।
গত দুই মাসে একপ্রকার রোলারকোস্টারে চড়ল ভারত। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পার্থ টেস্ট জিতে উড়ছিল তারা। জেগে উঠেছিল আগামী বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার প্রবল সম্ভাবনা। অ্যাডিলেডে টিম ইন্ডিয়াকে ধপাস করে মাটিতে নামাল অস্ট্রেলিয়া। ধপাস করেই! অস্ট্রেলিয়ার জয়টি যে বড়ই কর্তৃত্ববাদী, ১০ উইকেটে।
দুই ইনিংসে দুইশর আগে অলআউট হওয়া ভারত অজিদের টার্গেট দিয়েছিল মাত্র ১৯ রানের। লক্ষ্য তাড়ায় নাথান ম্যাকসুইনি আর উসমান খাজা বাদে আর কাউকে ব্যাট ধরতে হয়নি। অ্যাডিলেডে ঘরের ছেলে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৭ রান করেছিল তারা। হেড ১৪১ বলে করেছিলেন ১৪০ রান।
১৪ ম্যাচে ৯ জয়, ৪ চার ও ১ ড্রয়ে ৬০.৭১ শতাংশ পয়েন্ট অস্ট্রেলিয়ার। ১৬ ম্যাচে ৯ জয়, ৬ হার ও ১ ড্রয়ে ভারতের পয়েন্টের শতাংশ ৫৭.২৯। মাঝে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৯.২৯। পরের স্থানগুলোতে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
অবশ্য ভারতের ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। সে জন্য সেরা দুই দলের একটি হতে হবে তাদের। জুনে লর্ডসে মুখোমুখি হবে শীর্ষ দুই দল। গত দুই আসরেই ভারত এর ফাইনালে খেলেছে, যদিও একবারও শিরোপার স্বাদ নেয়া হয়নি। ২০১৯-২১ সার্কেলে সাউদাম্পটনের ফাইনালে তারা হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, ২০২১-২৩ সার্কেলে লন্ডনে অস্ট্রেলিয়ার কাছে।
Comments