সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
কিংস্টনে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ১৬৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। যার জবাবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৭০ রান। স্বাগতিকরা এখনও বাংলাদেশ থেকে ৯৪ রানে পিছিয়ে আছে।
ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে মাত্র ১৬৪ রাগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ব্র্যাথওয়েট ও লুইস। ১০ ওভার খেলার পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়।
তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে নাহিদ রানার গতির সামনে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলীয় ২৫ রানে লুইসকে তুলে নেন টাইগার এই পেসার। কিংস্টনে রানার বলের গতি নিয়মিত ছিল ১৫০ কিলোমিটারের আশেপাশে। তার পাশাপাশি তার লাইন ও লেন্থ বেশ দারুণ ছিল।
এরপর ব্যাটিংয়ে নামেন কেসি কার্টি। দিন শেষে ব্র্যাথওয়েটকে নিয়ে ৪৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তিনি। যেখানে কার্টি ১৯ এবং ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত আছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে এক সাদমান বাদে কোনো টাইগার ব্যাটসম্যান ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেছেন ৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১ম ইনিংসঃ ৭১.৫ ওভারে ১৬৪/১০; সাদমান ৬৪, মিরাজ ৩৬; সিলস ৪-৫, সামার ৩-৪৯
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসঃ ৩৭ ওভারে ৭০/১; ব্র্যাথওয়েট ৩৩*, কার্টি ১৯*