মেসির নতুন কোচ তার সাবেক আর্জেন্টাইন সতীর্থ মাচেরানো
টাটা মার্টিনোর পদত্যাগের পরই গুঞ্জন উঠেছিল মেসিদের পরের কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। সেই গুঞ্জন অবশেষে সত্য হল। মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক এই সতীর্থ।
মায়ামি মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতি দিয়ে মাচেরানো কোচ হওয়ার খবরটি নিশ্চিত করে। এই আর্জেন্টাইনকে ৩ বছরের জন্য মায়ামির দায়িত্ব দেয়া হয়েছে।
কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির দায়িত্ব থেকে সরে দাঁড়ান টাটা মার্টিনো। এখন মাচেরানো তারই স্থলাভিষিক্ত হলেন। ক্লাব থেকে ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ছিলেন মাচেরানো। বার্সেলোনার হয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়াও ওয়েস্ট হ্যাম, লিভারপুল, রিভার প্লেট এবং করিন্থিনিয়ান্সের হয়েও খেলেছেন মাচেরানো।
২০২২ সালে কোচিং ক্যারিয়ারের শুরু মাচেরানোর। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও ২৩ এর দায়িত্ব পালনের পর এবার প্রথম কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিলেন তিনি। নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাচেরানো।
তিনি বলেন, 'ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।'