বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলিউড 'মৃত্যুবরণ' করছে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, 'হলিউড যাতে নিজেদের বাঁচাতে পারে সেজন্য নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। এটি অন্যান্য জাতির একটি সমন্বিত প্রচেষ্টা, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।'
'আমরা এখন খুব কম চলচ্চিত্র তৈরি করছি। আমরা আবার আমেরিকায় তৈরি সিনেমা চাই। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র শিল্প চুরি করেছে। যদি তারা যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র তৈরি করতে না চায়, তাহলে তাদের চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করা উচিত', বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, বাণিজ্য বিভাগের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত সমস্ত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিতে যাচ্ছেন তিনি।
রয়টার্স বলছে, হলিউডকে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালীভাবে ফিরিয়ে আনার জন্য ট্রাম্প জানুয়ারিতে হলিউডের তিন অভিজ্ঞ অভিনেতা জন ভয়েট, সিলভেস্টার স্ট্যালোন এবং মেল গিবসনকে নিয়োগ করেছিলেন।
Comments