ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে কিয়েভ। শনিবার (১২ এপ্রিল) ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করে বলেছে রাশিয়া 'ইচ্ছাকৃতভাবে' ইউক্রেনে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, আজ, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি 'কুসুম' ফার্মাসিউটিক্যালের গুদামে হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে 'বিশেষ বন্ধুত্ব' রয়েছে দাবি করলেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এ হামলার অভিযোগ করেছেন। এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার হামলায় কিয়েভে একটি বড় ওষুধ গুদাম ধ্বংস হয়ে গেছে। তবে তিনি বলেছেন, এই হামলা ক্ষেপণাস্ত্র নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
সামাজিকযোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি আরও বলেন, আজ সকালে রাশিয়ান ড্রোন কিয়েভে একটি বড় ওষুধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এতে থাকা বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবন্ধে মধ্যে কূটনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। শনিবার আনতালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা সাফ জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদের সম্ভাবনা কোনোভাবেই বাদ দেয়া যাবে না।
তার এই বক্তব্যের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেন, যুদ্ধের মূলেই ছিল ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা। আর এ ভুলটা সবচেয়ে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেছেন বলে প্রশংসা করেন ল্যাভরভ।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর পুরানো নিষেধাজ্ঞার মেয়াদ আরও একবছর বাড়িয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ট্রাম্প মস্কোকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তারা পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে।
Comments