মাস্কের এক্সে ভয়াবহ সাইবার হামলা

বিরাট সংকটের মুখে ইলন মাস্ক। এবার ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এক্স-এর উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে এই গ্রুপটিই অন্যান্য হ্যাকার গ্রুপের সাথে মিলে আমেরিকার দুটি প্রধান বিমানবন্দর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার হ্যাক করে। এবার তাদের নিশানায় ছিল এক্স।
সোমবার (১০ মার্চ) ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। ইলন মাস্ক এক বিবৃতিতে জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার দায় স্বীকার করেছে।
মাস্ক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'এক্স-এর উপর ভয়ঙ্কর সাইবার হামলা হয়েছে। এক্সের উপর প্রতিদিন সাইবার আক্রমণ চালানো হচ্ছে, কিন্তু এবার এক্সকে বৃহৎ পরিসরে টার্গেট করা হয়েছে। এটা ভয়ঙ্কর সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ, এর সঙ্গে কোন দেশ জড়িত- তা যাচাই করা হচ্ছে'।
ইলন মাস্কের প্রতিক্রিয়ার পর, হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে এক্সের উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এক্স-এর সার্ভারটি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (ডিডিওএস) -এর মাধ্যমে ডাউন করা হয়েছে।
ভারত থেকে প্রায় দু হাজার, আমেরিকা থেকে ১৮ হাজার এবং ব্রিটেন থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী সার্ভার ডাউনের অভিযোগ করেছেন।
Comments