মধ্যরাতেও জমজমাট ঈদের মার্কেট, ব্যবসায়ীদের মুখে হাসি

মধ্যরাতেও ধুম পড়েছে ঈদ কেনাকাটার। দিনের যানজট আর গরমের উত্তাপ এড়াতে রাতকেই বেছে নিচ্ছেন অনেক ক্রেতা। তবে গভীর রাতেও ভিড় এড়ানো যাচ্ছে না। ক্রেতাদের সাড়া পাওয়ায় বিক্রেতাদের চোখে-মুখেও আনন্দের ঝিলিক।
দরজায় কড়া নাড়ছে ঈদ। উৎসবকে রাঙিয়ে তুলতে তাইতো সকাল থেকেই শপিংমলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাপ বেড়েছে কসমেটিকস-গহনার দোকানেও।
ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শেষ সময়ে গভীর রাতেও জমজমাট হয়ে উঠছে রাজধানীর নিউমার্কেট। দোকানে দোকানে ক্রেতাদের ভিড়, হাক,ডাক কষাকষি মধ্য দিয়ে চলছে কেনাকাটা। দিনের তুলনায় অনেকটা স্বস্তিতে মার্কেট করতে পারায় রাতকে বেছে নিয়েছেন অনেক ক্রেতা।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, তীব্র যানজট, গরমের উত্তাপ ও মার্কেটে উপচে পড়া ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য রাতকেই বেছে নিয়েছেন অনেকেই। বাবা-মার হাত ধরে এসেছে শিশুরাও। বোঝার উপায় নেই ঘড়ির কাঁটায় তখন রাত একটা।
ক্রেতারা জানান, ঈদে আত্মীয়-পরিজন সবার জন্যই কেনাকাটা করতে হয়। এ জন্য অনেক সময়ের প্রয়োজন। তাছাড়া দিনে রোজা ও অন্যান্য কাজের জন্য তেমন সময় পাওয়া যায় না। তাই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় সময় ব্যয় করতে হচ্ছে।
বিক্রেতারা বলছেন, প্রথম দিকে তেমন বেচাকেনা ছিল না। মাঝামাঝি সময়ে টুকটাক বেচাকেনা হলেও, সময় যত ঘনিয়ে আসছে, ততোই চাপ বাড়ছে। দিনের মতোই রাতেও সমানভাবে মিলছে সাড়া। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।
ঈদ সামনে রেখে এই বেচা-বিক্রি চাঁদরাত পর্যন্ত চলবে বলেও জানান ব্যবসায়ীরা।
Comments