আর্থিক খাতের উত্থানে সূচকে উর্ধ্বগতি

পুঁজিবাজারে চলতি সপ্তাহের মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো সূচকের উর্ধ্বমুখী গতিতে লেনদেন হয়েছে। আগেরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও আজ তা নেমে এসেছে ৩৮৬ কোটি টাকায়। সেইসাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। ডিএসইএক্স সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট, ডিএসইএস সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট ইতিবাচক ছিল।
দর বেড়েছে ৫৫ শতাংশ কোম্পানির, কমেছে ২৪ শতাংশের দর। অপরিবর্তিত ছিল ২০ শতাংশের দর।
প্রায় ৭৩ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। দর বেড়েছে ৫০ শতাংশ কোম্পানির। আজ লেনদেন বেড়ে আর্থিক খাত দ্বিতীয় অবস্থানে উঠে আসে। এ খাতে লেনদেন হয় ৩৪ কোটি টাকা। দর বেড়েছে ৮২ শতাংশ কোম্পানির। ব্যাংক খাতে লেনদেন হয় প্রায় ৩৩ কোটি টাকা। সূচক ইতিবাচক রাখতে ভূমিকা রেখেছে রবি, গ্রামীনফোন, লংকাবাংলা ফাইন্যান্স, ম্যারিকো, ওয়ালটনের দরবৃদ্ধি।
ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশনের প্রায় ২২ কোটি টাকা লেনদেন হয়। মুনাফা তুলে নেয়ার প্রবণতায় দরপতন হয় ১৯ টাকা ৩০ পয়সা। বেক্সিমকোর ১৯ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়। দরপতন হয় ৩০ পয়সা। লংকাবাংলা ফাইন্যান্সের সাড়ে ১৫ কোটি লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ১০ শতাংশ। লংকাবাংলা লেনদেনে তৃতীয় ও দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে এসপি সিরামিকস, সী পার্ল রিসোর্ট, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইসলামিক ফাইন্যান্স। এরপরে অবস্থান করে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স, আইপিডিসি, প্রিমিয়ার সিমেন্ট। দরপতনে ছিল পদ্মা লাইফ, এসপি সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, বসুন্ধরা পেপার মিল, ন্যাশনাল ফিড মিল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২ দশমিক ১১ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১৮ দশমিক ৯০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৬টির, দর অপরিবর্তিত ছিল ৩২টির। লেনদেন হয় ২০ কোটি ৩০ লাখ টাকা।
৬ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়ে লোভেলো আইসক্রিম লেনদেনের শীর্ষে উঠে আসে। এ তালিকায় অপর কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, ইউসিবি, ফাইন ফুডস।
১০ শতাংশ বেড়ে লংকাবাংলা ফাইন্যান্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া ইসলামিক ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড এ তালিকায় উঠে আসে। দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসে পদ্মা লাইফ, প্রিমিয়ার সিমেন্ট, আমরা টেক, বসুন্ধরা পেপার মিল, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড দরপতনের শীর্ষে উঠে আসে।
Comments