ঈদের আগে পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ফের ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। সবকয়টি সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৮৩ কোটি টাকা। আজ লেনদেন হয় ৫০৪ কোটি ২৬ লাখ টাকা। বেড়েছে ৪৩ শতাংশ শেয়ারের দর। কমেছে ৩৭ শতাংশ শেয়ারের দর। প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫৩ পয়েন্ট , ডিএসই শরীয়াহ সূচক ৭ দশমিক ৫১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে।
আজ লেনদেনের শুরুতে সূচক ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপরে বেলা ১০টা ১৮ মিনিটের পরে সূচক নেমে যেতে থাকে। সামান্য নেমে লেনদেন চলতে থাকে। শেষ পর্যন্ত ১৩ পয়েন্ট উর্ধ্বমুখী থাকে।
১০৮ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে াআসে। এ খাতে ৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। প্রকৌশল খাতে লেনদেন হয় ৯৭ কোটি টাকা। দর বেড়েছে ৩৮ শতাংশ কোম্পানির। বস্ত্র খাতে লেনদেন হয় ৩৫ কোটি টাকা।
ওষুধ ও রসায়ন খাতের অরিয়ন ইনফিউশন ও বেক্সিমকো ফার্মার সাড়ে ৩১ কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে ৭ টাকা। এরপরে শাইনপুকুর সিরামিকসের সাড়ে ১৬ কোটি টাকা লেনদেন হয়। দর কমেছে এক টাকা ৪০ পয়সা। এ্ই তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে বিএসসি, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, কেডিএস লিমিটেড, আলিফ িইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল নাভানা ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ। দরপতনে ছিল এস আলম কোল্ড রোল্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপি সিরামিকস, প্রগতি লাইফ, ফারইস্ট লাইফ।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯ দশমিক ২২ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১৭ দশমিক ৮২ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত ছিল ২৩টির দর। লেনদেন হয় ১৩ কোটি ৩৮ লাখ টাকা।
লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে ক্রাউন সিমেন্ট, উত্তরা ব্যাংক, প্যারামাউন্ট টেক্স, হাক্কানি পাল্প, বিএটিবিসি, ইন্ট্রাকো। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে মাইডাস ফাইন্যান্স, আমরা টেক, ইন্টারন্যাশনাল লিজিং, বেক্সিমকো ফার্মা, পদ্মা লাইফ।
দরপতনের শীর্ষে ছিল এস আলম কোল্ড রোল্ড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, সিমটেক্স, প্যারামাউন্ট টেক্স, ইস্টার্ন ক্যাবলস।
Comments