সপ্তাহ শেষে আশা জাগাতে পারলো না পুঁজিবাজার

সপ্তাহের শেষদিনেও আশা জাগাতে পারলো না পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই্এক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচক পতনে ছিল। তবে নির্বাচিত কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচককে ইতিবাচক থাকতে দেখা গেছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। লেনদেন বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা। প্রধান সূচক ডিএসইএক্স লেনেদেনের শুরুতে উর্ধ্বমুখী হলেও বারবার উঠানামা করে শেষ পর্যন্ত ৫ দশমিক ৬৬ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ১৯ পয়েন্ট। ডিএস-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ৪৪ পয়েন্ট। দরপতনে ছিল প্রায় ৫০ শতাংশ কোম্পানি।
প্রায় ৭৮ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে দর বেড়েছে ৪৭ শতাংশ কোম্পানির। প্রকৌশল খাতে ৭৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩৫ শতাংশের। বস্ত্রখাতে ৫৮ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩১ শতাংশ কোম্পানির। সিরামিক খাতের শাইনপুকুর সিরামিকসের সাড়ে ২০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫০ পয়সা। একমি পেস্টিসাইডের সাড়ে ১৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা। বেক্সিমকো ফার্মার প্রায় ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা। এছাড়া ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এস আলম কোল্ড রোল্ড লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
৯ শতাংশের বেশি বেড়ে মাইডাস ফাইন্যান্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে সামিট এল্যায়েন্স পোর্ট, অ্যাকমি পেস্টিসাইড, সামিট পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্টস দরবৃদ্ধির তালিকায় উঠে আসে। দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইবিএল এনআবি মিউচুয়াল ফান্ড, বসুন্ধরা পেপার মিল, হাক্কানি পাল্প।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স ১ দশমিক ৩১ পয়েন্ট, সিএএসপিআই ৭ দশমিক ৯৮ পয়েন্ট নেতিবাচক ছিল। সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৯টির, অপরিবর্তিত থাকে ২৯টির দর। লেনদেন হয় ৮ কোটি ৪৮ লাখ টাকা। ২ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন হয়ে ফাইন ফুডস লেনদেনের শীর্ষে উঠে আসে। এছাড়া ইউসিবি, উত্তরা ব্যাংক, ফু ওয়াং সিরামিক, প্যারামাউনট টেক্সটাইল লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে। ১০ শতাংশ বেড়ে সোনার বাংলা ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বে লিজিং দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ কমে সেন্ট্রাল ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে অবস্থান করে। এছাড়া ভিএফএস থ্রেড ডায়িং, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মীর আখতার এবং ইউসিবি দরপতনের শীর্ষে অবস্থান করে।
Comments