প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ দেবে। এর পুরোটাই দেওয়া হবে নগদ লভ্যাংশে।
বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।
ডিএসই'র ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা; আগের বছর যা ছিল ১ টাকা ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২৬ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ২ টাকা ৯১ পয়সা; আগের বছর যা ছিল ১ টাকা ৫৪ পয়সা।
আগামী ২৭ মে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
প্যারামাউন্ট ২০২৩, ২০২২ ও ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালে তারা ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৯ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ২৮ টাকা ৪০ পয়সা।
Comments