সূচকের পতনের ধারায় লেনদেন বেড়েছে

আজ ফের পতনের ধারায় ফিরে গেছে পুঁজিবাজার। লেনদেনের শুরুতেই সূচক উর্ধ্বমুখী হলেও অল্প সময় পরে বিক্রির চাপ শুরু হয়। শেষ পর্যন্ত পতনের ধারায় নামতে থাকে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কয়টি সূচকের পতন হয়। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। যদিও লেনদেনে বেড়েছে আগেরদিনের তুলনায়। ডিএসইএক্স সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট, ডিএসইএস সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। দর বেড়েছে ৩৭ শতাংশ বা ১৫০টি কোম্পানির। দরপতনে ছিল ৪৭ শতাংশ কোম্পানি। লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩২ লাখ টাকা।
সাড়ে ৬৮ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৩৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৫৭ কোটি টাকা। দর বেড়েছে ৫০ শতাংশ কোম্পানির। খাদ্য ও সংশ্লিষ্ট খাতে লেনদেন হয় ৫৫ কোটি টাকা। এ খাতে ৪২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বড় মূলধনি কোম্পানি গ্রামীণফোন, রবি, লাফার্জ হোলসিম, আইসিবির মতো কোম্পানির দরপতনের প্রভাব ছিল সূচকে। সোয়া ১৩ কোটি টাকা লেনদেন হয়ে শাইনপুকুর সিরামিকস লেনদেনের শীর্ষে অবস্থান করে। দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৯০ পয়সা। উত্তরা ব্যাংকের প্রায় ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪০ পয়সা। এছাড়া ফু ওয়াং ফুড, লোভেলো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ করে বেড়ে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করে। এছাড়া এস আলম কোল্ড রোল্ড স্টিল, এসপি সিরামিকস, সালভো কেমিক্যাল, শার্প ইন্ডাস্ট্রিজ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে তাল্লু স্পিনিং, সমতা লেদার, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক দশমিক ১০ পয়েন্ট উর্ধ্বমুখী হলেও সিএএসপিআই সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর। লেনদেন হয় ৬ কোটি ৯৪ লাখ টাকা।
২ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়ে উত্তরা ব্যাংক লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরের অবস্থানগুলোতে ছিল ইউসি্বি, লোভেলো, বিবিএস ক্যাবলস, সী পার্ল রিসোর্ট।
১০ শতাংশ করে বেড়েছে পদ্মা লাইফ ও এস আলম কোল্ড রোল্ডের। এরপরের অবস্থানগুলোতে ছিল সোনারগাঁও টেক্সটাইল, এলআরজি গ্লোবাল মিউচুয়াল ফান্ড, মির আখতার হোসেন। দরপতনে ছিল বিচ হ্যাচারি, প্রভাতি ইন্স্যুরেন্স, এইচ আর টেক্স, শমরিতা হসপিটাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
Comments