ব্যাংক খাতে লেনদেন বাড়লেও বাজার নেতিবাচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্যাংক খাতে লেনদেন বেড়ে সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। তা সত্ত্বেও বাজারে উর্ধ্বগতি দেখা যায়নি। বরং সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়। মোট লেনদেনের হিসাবে কমেছে ৫৪ কোটি টাকার বেশি। আজ লেনদেন হয় ৪৫১ কোটি টাকা। বেড়েছে ৪৬ শতাংশ শেয়ারের দর। তা সত্ত্বেও সূচকে ছিল মিশ্র প্রবণতা। প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮৫ পয়েন্ট বাড়লেও ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে।
আজ লেনদেনের শুরুতে সূচক ২৩ পয়েন্ট বেড়ে যায়। এরপরে বেলা পৌনে ১১টার পরে সূচক নেমে যেতে থাকে। বেলা একটার পরে সামান্য উর্ধ্বমুখী হয় সূচক। শেষ পর্যন্ত ৫ পয়েন্ট উর্ধ্বমুখী থাকে।
৫৫ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত শীর্ষে থাকলেও এ খাতে মাত্র ৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। বস্ত্রখাতে লেনদেন হয় সাড়ে ৪৯ কোটি টাকা। দর বেড়েছে ৪৪ শতাংশ কোম্পানির। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৪৮ কোটি টাকা।
জ্বালানি খাতের ইন্ট্রাকো রিফুয়েলিং এর প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা। স্কয়ার ফার্মার প্রায় ১৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭০ পয়সা। ফুঁ ওয়াং ফুডের সোয়া ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ১০ পয়সা। এ্ই তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে শাইনপুকুর সিরামিকস, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি, কাট্টলি টেক্সটাইল। দরপতনে ছিল এসআলম কোল্ড রোল্ড, মেঘনা কন্ডেন্সড মিল্ক, আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার মিল।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ দশমিক ৮৩ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১২ দশমিক ৬০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮৭টির, অপরিবর্তিত ছিল ৩১টির দর। লেনদেন হয় ৩ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে লোভেলো আইসক্রিম, রবি, স্কয়ার ফার্মা, রিলায়েন্স ওয়ান, ইন্ট্রাকো। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এরপরের অবস্থানগুলোতে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, ডেল্টা লাইফ।
দরপতনের শীর্ষে ছিল মাগুরা মাল্টিপ্লেক্স। এছাড়া সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, এসকে ট্রিমস, এশিয়াটিক ল্যাব এ তালিকায় অবস্থান করে।
Comments