লেনদেন ৫০০ কোটি ছাড়ালেও সূচকের পতন

পুঁজিবাজার আজও পতনের ধারায় ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে আধাঘণ্টা সূচক উর্ধ্বমুখী থাকলেও এরপরে বিক্রির চাপ বাড়তে থাকলে সূচক নিম্নমুখী হতে থাকে। আজ ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেলেও বিক্রির চাপে সব কয়টি সূচক নেতিবাচক অবস্থানে চলে যায়। প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট, ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট নেতিবাচক হয়। লেনদেন হয় ৫০৫ কোটি টাকা। দরপতনে ছিল ৫৬ শতাংশ বা ২২১টি কোম্পানি।
আজ ওষুধ ও রসায়ন খাত ছিল লেনদেনের শীর্ষে। এ খাতে লেনদেন হয় সাড়ে ৭১ কোটি টাকা। বস্ত্রখাতে লেনদেন হয় প্রায় ৬৬ কোটি টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয় ৬০ কোটি টাকা। তবে সবখাতেই বেশিরভাগ কোম্পানি দরপতনে ছিল।
লেনদেনের শীর্ষ কোম্পানি শাইনপুকুর সিরামিকসের ২৪ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। স্কয়ার ফার্মার সাড়ে ২১ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ৫০ পয়সা। আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। এছাড়া ওরিয়ন ইনফিউশন, ফু ওয়াং সিরামিক, ফু ওয়াং ফুড, বসুন্ধরা পেপার মিল, বিচ হ্যাচারি, ইন্ট্রাকো লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে মোজাফফর হোসেন স্পিনিং মিলস দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া বসুন্ধরা পেপার, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইকুইটি ফান্ড, ফু ওয়াং সিরামিক দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে।
দরপতনে ছিল ন্যাশনাল ব্যাংক, রবি, মাগুরা মাল্টিপ্লেক্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমেছে ২৭ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে ৬৯টির ইতিবাচক ছিল। কমেছে ৯৯টির দর। অপরিবর্তিত ছিল ২১টির দর। লেনদেন হয় ৪ কোটি ৪ লাখ টাকা।
সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো লোভেলো, এসপি সিরামিকস, ফুঁ ওয়াং সিরামিকস, রবি, কেডিএস অ্যাক্সেসরিজ। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে আইসিবি এনআরবি থার্ড মিউচুয়াল ফান্ড, বসুন্ধরা পেপার, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এন পলিমার, মোজাফফর হোসেন স্পিনিং। দরপতনে ছিল শমরিতা, গ্র্ীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং।
Comments