দুই মাস পরে ডিএসই’র লেনদেন ৫০০ কোটি ছাড়ালো

আগের দিনের ধারাবাহিকতায় গতকালও পুঁজিবাজারে ইতিবাচক গতি দেখা গেছে। সবগুলো সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। দুই মাসের অধিক সময় পরে আজ ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ লেনদেন হয় প্রায় ৫১৮ কোটি টাকা। এর আগে গতবছরের ২ ডিসেম্বর ডিএসইতে ৫০০ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ লেনদেনের শুরুতেই শেয়ার কেনার চাপ লক্ষ্য করা যায়। যে কারনে শুরুতেই সূচক উর্ধ্বমুখী হতে থাকে। এরপর দুই একবার বিক্রির চাপ বাড়লেও শেষ পর্যন্ত প্রধান সূচক ১৭ পয়েন্ট ইতিবাচক অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। সেইসাথে ডিএসইএস সূচক সাড়ে তিন পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট ইতিবাচক ছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১১৯টির, অপরিবর্তিত ছিল ৬৫টির দর। ডিএসইর বাজার মূলধন বেড়ে দাড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার কোটি টাকা।
৮২ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ব্যাংক খাত। তবে এ খাতে বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। বস্ত্রখাতে লেনদেন হয় ৬৭ কোটি টাকা। দর বেড়েছে ৬০ শতাংশ কোম্পানির। এরপরে ৫৭ কোটি টাকা লেনদেন হয় ওষুধ ও রসায়ন খাতে।
১৯ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে পূবালী ব্যাংক। শেয়ারটির দর বেড়েছে ২০ পয়সা। সোনালী পেপারের সোয়া ১২ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে সাড়ে তিন টাকা। ওরিয়ন ইনিফিউশনের সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়। দর কমেছে ৪টাকা ৮০ পয়সা। পরের অবস্থানগুলোতে ছিল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিচ হ্যাচারি।
১০ শতাংশ করে বেড়ে দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় অবস্থান করে এমএল ডায়িং, সামিট পাওয়ার। পরের অবস্থানগুলোতে ছিল আলহাজ টেক্সটাইল, মির আখতার, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, রানার অটো, হাক্কানি পাল্প। দরপতনে ছিল পেপার প্রসেসিং, রেনউইক যজ্ঞেশ্বর, সেন্ট্রাল ফার্মা, জিলবাংলা সুগার মিল. পিপলস লিজিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক বেড়েছে ২১ পয়েন্ট। সিএএসপিআই সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২২২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৬৮টির, অপরিবর্তিত ছিল ২৮টির দর। লেনদেন হয় ৪ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৭৬ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল লোভেলো, বেস্ট হোল্ডিংস, সিটি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, মির আখতার, উত্তরা ব্যাংক, বিএটিবিসি। দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সামিট পাওয়ার, তাকাফুল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মাসিউটিক্যালস, এমএল ডায়িং, রাানার অটো। দরপতনে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মনোস্পুল, গ্লোবাল হেভি কেমিক্যাল।
Comments