৪৫০ কোটি টাকায় ১৫তলা ভবন কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের জন্য ঢাকার গুলশানে নবনির্মিত ২১ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের ১৫ তলা (নিচতলা থেকে ১৪ তলা পর্যন্ত) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ওই ভবনের ১৫ তলা ফ্লোরের ক্রয়মূল্য আনুমানিক ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা(ভ্যাট এবং রেজিস্ট্রেশন খরচ বাদে)। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার ২০ পয়সা বেড়ে লেনদেন হচ্ছে ১২ টাকা ৭০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ১৭ টাকা থেকে ১১ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। ব্যাংকটি ২০১৯ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ১০ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে আসছে শেয়ারহোল্ডারদের। চলতি আর্থিক বছরের নয়মাস শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় দাড়িয়েছে ২ টাকা ০৭ পয়সায়।
১ হাজার কোটি টাকা অনুমোদিত ও ৯৮৩ কোটি ১২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভে আছে ১ হাজার ৩১৭ কোটি ৯০ লাখ টাকা।
Comments