তিনদিন উত্থানের পরে দর সংশোধন
টানা তিন কার্যদিবস উত্থানের পরে আজ পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইতে সব কয়টি সূচকের পতনের পাশাপাশি ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়। লেনদেন কমেছে ৮৬ কোটি টাকা। লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ার কেনার চাপ থাকলেও পরে বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। মাঝে দুই একবার সূচক ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষপর্যন্ত ডিএসইএক্স সূচকের পতন হয় ২৫ পয়েন্ট। ডিএসইএস সূচক কমে ৬ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকের পতন হয় ৫ দশমিক ৪৮ পয়েন্ট। লেনদেন হয় ৪১৩ কোটি টাকা।
আজ বড় মূলধনি কোম্পানিগুলোর ব্যাপক দরপতন হয়। ওয়ালটন, রবি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, আইসিবি রেনাটা, ডাচবাংলা ব্যাংক দরপতনের কবলে পড়ে। খাতভিত্তিক লেনদেনে প্রায় ৬৫ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে ওষুধ ও রসায়ন খাত। এরপরের অবস্থানে ছিল তথ্য ও প্রযুক্তি খাত। এ খাতে লেনদেন হয় সাড়ে ৫৭ কোটি টাকা। এ খাতের এডিএন টেলিকমের ৪১ কোটি টাকা লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয়। লেনদেনের তালিকায় শীর্ষে উঠে আসে কোম্পানিটি। শেয়ারটির দর বেড়েছে ৪০ পয়সা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির সবশেষ দর দাঁড়ায় ১১০ টাকা ১০ পয়সায়। ১৩ কোটি টাকা লেনদেন হয় মিডল্যান্ড ব্যাংকের। ব্রাক ব্যাংকের প্রায় সাড়ে ১১ কোটি টাকা লেনদেন হয়। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, জেনেক্স ইনফোসিস।
১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে খাদ্য খাতের বঙ্গজ। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বিডি অটোকার, জেনেক্স ইনফোসিস, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল। দরপতনে থাকা কোম্পানিগুলো হচ্ছে রেনউইক যজ্ঞেশ্বর, ফারইস্ট ইসলামি লাইফ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্স, ফাইন ফুডস।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিপরীত চিত্র দেখা গেছে। বেশিরভাগ শেয়ারের দরপতন সত্ত্বেও সূচক ও লেনদেন ইতিবাচক ছিল। সিএসসিএক্স সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৬ দশমিক ৯১ শতাংশ ইতিবাচক ছিল। লেনদেন হয় ৫ কোটি ৪৪ লাখ টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৯ লাখ টাকা। লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত থাকে ২০টির দর।
সিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করে ইবনে সিনা। লেনদেন হয় ৮৮ লাখ টাকা। এরপরের অবস্থানগুলোতে ছিল উত্তরা ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, রবি, সানলাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স পিপি।
১০ শতাংশ করে দর বেড়ে শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার, নর্দার্ন ইন্স্যুরেন্স, রানার অটো, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রহিমা ফুড। দরপতনে ছিল ফারইস্ট ফাইন্যান্স, কাট্টালি টেক্সটাইল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স,প্যাসিফিক ডেনিমস।