সূচক ও লেনদেনে ইতিবাচক গতি অব্যাহত
পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় দিনেও ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। লেনদেনের শুরুতে সূচক যে গতিতে উর্ধ্বমুখী হয়. শেষ পর্যন্ত তা ধরে রাখা না গেলেও সূচক সামান্য ইতিবাচক থেকেই লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেন। আজ সকালে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক প্রায় ৩৭ পয়েন্ট উঠে যায়। এরপর কিছুটা নেমে স্থিতিশীল অবস্থানে থেকে লেনদেন চলতে থাকে। তবে বেলা দেড়টার পর হঠাৎ বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। শেষপর্যন্ত ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। ডিএসইএস সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হয় ৪৯৯ কোটি টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৭২ কোটি ২১ লাখ টাকা। দর বেড়েছে ৪১ শতাংশ কোম্পানির।
খাতভিত্তিক লেনদেনে ৯৭ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ওষুধ ও রসায়ন খাত। এরপরের অবস্থানগুলোতে ছিল বস্ত্র ও প্রকৌশল খাত। সূচক ইতিবাচক করতে ভূমিকা ছিল গ্রামীণ ফোন, বেস্ট হোল্ডিং, আইসিবি'র। ২৩ কোটি টাকা লেনদেন করে শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশন। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে এডিএন টেলিকম, ফারইস্ট নিটিং এন্ড ডায়িং, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স পিপি, আফতাব অটো, বেস্ট হোল্ডিংস, ড্রাগন সোয়েটার।
প্রায় ১০ শতাংশ দর বেড়ে ভ্রমণ ও অবকাশ খাতের বেস্ট হোল্ডিং লিমিটেড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। পরের অবস্থানগুলোতে ছিল ইফাদ অটোস, কপারটেক, সোনারগাঁও টেক্সটাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট। দরপতনে ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, আফতাব অটো।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট, সিএসপিআই সূচক ৬১ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ১৮৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির, অপরিবর্তিত ছিল ৩১টির দর। লেনদেন হয় ৪ কোটি ৫৫ লাখ টাকা।
৫৯ লাখ টাকা লেনদেন করে শীর্ষে অবস্থান করে আফতাব অটো। এরপরের অবস্থানগুলোতে ছিল রূপালী লাইফ. মালেক স্পিনিং, লাফার্জ হোলসিম, বেস্ট হোল্ডিংস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
১০ শতাংশ দর বেড়ে শীর্ষে অবস্থান করে সোনারগাঁও টেক্সটাইল। এরপরের অবস্থানগুলোতে ছিল বঙ্গজ, বেস্ট হোল্ডিংস, কপারটেক, গ্লোবাল হেভি কেমিক্যাল, রূপালী ব্যাংক। দরপতনে ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং, মিডল্যান্ড ব্যাংক।