পুড়ে যাওয়া দুই জাহাজ বিক্রির সিদ্ধান্ত বিএসসি’র

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের মালিকানায় থাকা দুটি জাহাজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ দুটি গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসসির পরিচালনা পর্ষদ।
বিএসসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৭ সালে। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম মেনে বিএসসি তাদের দুটি জাহাজ বিক্রির এই সিদ্ধান্তের কথা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি জানায়, গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ (স্পেশাল) সভায় জাহাজ বিক্রির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির তেলবাহী ট্যাংকার জাহাজ 'এমটি বাংলার জ্যোতি'তে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানিটির আরেকটি ট্যাংকার 'এমটি বাংলার সৌরভ'–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়।
এদিকে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিএসসির জাহাজ বিক্রির সিদ্ধান্তটি প্রচারের পরে আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। সবশেষ ১২.৫০ মিনিটে শেয়ারের দাম এক টাকা কমে দাঁড়ায় ৮৮ টাকা ৫০ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৫ টাকা ৯২ পয়সায়।
Comments