ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাংক-কে সংবর্ধনা দিয়েছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স

ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস এওয়ার্ড- ২০২৪ এ আজীবন সম্মাননা পাওয়ায় বাংলাদেশে বিনিয়োগকারী কোরিয়ান জায়ান্ট ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাংক-কে সংবর্ধনা দিয়েছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স পিএলসি। ঢাকার এক আভিজাত হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য জগতের বিশিষ্ট জনেরা।
বাংলাদেশে রপ্তানি খাত, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় কিহাক সাংকে। তাই উপস্থাপিত হয় ইয়াংওয়ান করপোরেশনের ওপর একটি বিশেষ পরিবেশনা। বক্তব্য দেবেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

গ্রীণ ডেল্টা ইন্স্যূরেন্সের এডভাইজার নাসির এ চৌধুরী, যিনি নিজেও এই ডিএইচএল ও ডেইলি স্টারের এই বিজনেস এওয়ার্ডে ভূষিত হয়েছিলেন, কিহাক সাং-এর সম্মাননা সূচক উত্তরীয় পরিয়ে দেন। বক্তৃতায় তিনি বলেন, কিহাক সাং মানেই সংগ্রাম আর সফলতার গল্প। হাজারো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নেন কিহাক সাং।
১৯৮০ সালের মে মাসে বাংলাদেশি অংশীদারদের নিয়ে ইয়াংওয়ান বাংলাদেশ লিমিটেড নামে নিজের কারখানা স্থাপন করে আজ বাংলাদেশের অর্থনীতির বড় অংশ হয়ে দাঁড়িয়ে গেছেন এই কোরিয়ান বিনিয়োগকারী। নিজের ও গ্রীণ ডেল্টার সঙ্গে সখ্যতার কথা স্মরণ করেন নাসির চৌধুরী।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী বলেন, ইয়াংওয়ান করপোরেশন শুধু বিনিয়োগই করছে না, প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঐতিহ্য রক্ষায়ও অবদান রাখছে। তিনি স্মরণ করেন যে, ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান শিল্পপতি কিহাক সুং করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৈজ্ঞানিকভাবে নারায়ণ গঞ্জের আবাসিক নিদর্শন বড় সরদার বাড়ি ভবনটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেন। এ উদ্যোগের ফলে বড় সরদার বাড়িকে যতটা সম্ভব তার আসল সৌন্দর্য ও জৌলুশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, গ্রীণ ডেল্টা কিহাক সাং-কে সংবধিত করতে পেরে কৃতার্থ বোধ করছে।
Comments