সপ্তাহ শেষে ডিএসইতে ইতিবাচক লেনদেন
সপ্তাহের শেষদিন আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য ইতিবাচক অবস্থানে থেকে লেনদেন শেষ হয়েছে। সব কয়টি সূচক সামান্য ইতিবাচক থাকার পাশাপাশি আগেরদিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। দর বাড়া কমার ক্ষেত্রে প্রায় সমান সংখ্যক কোম্পানি ছিল। আজ লেনদেনের শুরুতে কেনার চাপ থাকলেও আধাঘণ্টা পরে বিক্রির চাপ বেড়ে যায়। এরপর ফের কেনার চাপ বাড়ে। এভাবে ওঠানামা করে শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট ইতিবাচক থাকতে পেরেছে। ডিএসইএস সূচক সাড়ে তিন পয়েন্ট ও ডিএস৩০ সূচক সোয়া তিন পয়েন্ট ইতিবাচক ছিল।
আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে মাত্র ১৭ কোটি টাকা। লেনদেন হয় ৩২৪ কোটি টাকায়। ব্যাংক খাতে সবচেয়ে বেশি সাড়ে ৪৩ কোটি টাকা লেনদেন হলেও এ খাতে খুব সামান্য সংখ্যক শেয়ারের দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ,খাদ্য, প্রকৌশল এবং টেলিযোগাযোগ খাতে। সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে জিপি, রবি, খান ব্রাদার্স পিপি, বিএটিবিসি ও ব্রাক ব্যাংকের দরবৃদ্ধি।
১৩ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে গ্রামীণ ফোন। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা। 'বি' ক্যাটাগরির খান ব্রাদার্স পিপি'র লেনদেন হয় সোয়া ১২ কোটি টাকা। দর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা্। 'বি' ক্যাটাগরির ফাইন ফুডসের ৪ টাকা ৭০ পয়সা দরবৃদ্ধির পাশাপাশি লেনদেন হয় সোয়া ১২ কোটি টাকা। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে অগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, রবি, যমুনা ব্যাংক ও আফতাব অটো।
দরবৃদ্ধিতে এগিয়ে ছিল খান ব্রাদার্স পিপি, এইচ আর টেক্স, ড্যাফোডিল কম্পিউটার্স, জিকিউ বলপেন ও আমান ফিড।
দরপতনে ছিল আরএসআরএম স্টিল, এসবিএসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক একসেসরিজ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিপরীত চিত্র দেখা গেছে। সিএসইতে সূচক পতনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। তবে আগের দিনের তুলনায় লেনদেন অনেক বেড়েছে।
সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট নেতিবাচক ছিল। দর কমেছে ১০৯ কোম্পানির, বেড়েছে ৮২টির দর। লেনদেন হয় ৭ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে প্রাধান্য ছিল খান ব্রাদার্স পিপি, জিপি, এইচ আর টেক্স,রবি ও বিএসসির। দরবৃদ্ধির শীর্ষে ছিল ড্যাফোডিল কম্পিউটার্স, এইচ আর টেক্সটাইল, উত্তরা ফাইন্যান্স, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি।
দরপতনে ছিল প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক ও পদ্মা লাইফ।