দুর্বল ও লোকসানি শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানা যায়নি
খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধির জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কারণ জানতে চিঠি পাঠিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কারণ জানানো হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৩ ডিসেম্বর থেকে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং কোম্পানির শেয়ারের দর উর্ধ্বমুখী। এরমধ্যে টানা ৬ কার্যদিবস শেয়ারটির দর অস্বাভাবিক ভাবে বাড়ছে। খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং জেড ক্যাটাগরির লোকসানি কোম্পানি। ২০২০ সালের পর কোম্পানিটির কোন লভ্যাংশ দিতে পারেনি। ২০২২ সাল পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটি লোকসানে রয়েছে। কোম্পানিটির রিজার্ভে লোকসান রয়েছে ৮৬ কোটি ৬৬ লাখ টাকা।
আজ সবশেষ শেয়ারটি ১৩ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। দর বেড়েছে ৩.১৫ শতাংশ। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর উঠেছিল ৫৯ টাকা ৫০ পয়সায়। লোকসানি এবং লভ্যাংশ দিতে অক্ষম একটি কোম্পানির শেয়ারের এতটা দরবৃদ্ধি বা কারা এই শেয়ার লেনদেন করছে তা তদন্ত সাপেক্ষ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।