ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে
উভয় পুঁজিবাজারে আজ মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কয়টি সূচকের পতন হলেও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। দর বাড়া এবং কমা কোম্পানির সংখ্যার ব্যবধান খুব কম ছিল। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সিএসইতে বেশিরভাগ কোম্পানির দর ও সূচক বাড়লেও কমেছে লেনদেন।
ডিএসইতে গতকাল ডিএসইএক্স সূচকের পতন হয় ৮ পয়েন্ট। ডিএসইএস এবং ডিএস৩০ সূচকের পতন হয় যথাক্রমে তিন ও ১০ পয়েন্ট। বড় মূলধনি কোম্পানিগুলো দরপতনে থাকার কারণে ডিএস৩০ সূচক প্রায় ১১ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। প্রায় ৬৫ কোটি টাকা লেনদেন বেড়ে আজ লেনদেন হয় ৪২৭ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৫টির। অপরিবর্তিত ছিল ৭৩টির দর। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬০ কোটি টাকায়।
খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাতে প্রায় ৮০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে বেশি বস্ত্রখাতের কোম্পানির।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২০ কোটি টাকার, খান ব্রাদার্স পিপির প্রায় ১৩ কোটি, ফাইন ফুডস সোয়া ১২ কোটি, রবির সোয়া ১২ কোটি টাকা, ড্রাগন সোয়েটারের ১১ কোটি, এশিয়াটিক ল্যাবের সোয়া ১০ কোটি, পুবালি ব্যাংকের সাড়ে আট কোটি ও ওরিয়ন ইনফিউশনের সোয়া আট কোটি টাকা লেনদেন হয়।
গতকালের মতো আজও দরবৃদ্ধির তালিকায় প্রাধান্য ছিল দুর্বল কোম্পানির। এ তালিকায় পাঁচটি ছিল বি ক্যাটাগরির কোম্পানি। ড্রাগন সোয়েটার, জাহিন স্পিনিং, এসবিএসি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল ও হামিদ ফ্যব্রিক্স এই পাঁচটি বি ক্যাটাগরির কোম্পানি এ তালিকায় উঠে আসে।
দরপতনের শীর্ষে ছিল ফাইন ফুডস। গত কয়েকদিন বেড়ে শেয়ারটির দর দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছিল। গতকাল পতন হয়। এরপরে আনলিমা ইয়ার্ন, জেনারেশন নেক্সট, মন্নু সিরামিক, মিডল্যান্ড ব্যাক, উসমানিয়া গ্লাস, বীকন ফার্মা পতনের তালিকায় চলে আসে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সম্পূর্ণ উল্টোচিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট ইতিবাচক হয়। দর বেড়েছে ১১৫ কোম্পানির, পতন হয় ৬১টির এবং অপরিবর্তিত থাকে ৩০টির দর। লেনদেন হয় ৬ কোটি ৭৩ লাখ টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, জিপি, গ্রামীণ ওয়ান স্কিম ২, রবি।
দরবৃদ্ধিতে এগিয়ে ছিল খান ব্রাদার্স পিপি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, জাহিন স্পিনিং। পতনে ছিল ওয়াইম্যাক্স, রানার অটো, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।