উভয় বাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
কারিগরি ত্রুটির কারনে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ঘন্টা লেনদেন বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়। দেড় ঘন্টা লেনদেন কম হলেও আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের হার প্রায় একই ছিল। তবে সূচক ও শেয়ারের দরপতন অব্যহত থাকে। আজ লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭৩টির। কমেছে ২৭০টির। অপরিবর্তিত ছিল ৫৪টির দর। লেনদেন হয় প্রায় ৩১২ কোটি টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় দুই কোটি টাকা।
বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার পর থে্কে শেয়ার বিক্রির প্রবণতা শুরু হয়। শেষ পর্যন্ত এই বিক্রির চাপ অব্যহত থাকে। খাতভিত্তিক লেনদেনে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতে লেনদেন হয় ৫৯ কোটি টাকা। লেনদেন বেশি হলেও দরপতনের হারও বেশি ছিল। গত কয়েকদিন ব্যাংক খাতের কোম্পানির দর কিছুটা বেড়েছিল। যার কারনে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলো নেয়ার প্রবণতা দেখা যায়। বিনিয়োগকারীদের শর্ট সেল মনস্তাত্তিকের কারনে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঘাটতি দেখা যায়। যার কারণে বাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরতে দেখা যায় না। এরপরে ৩৫ কোটি টাকা লেনদেন হয় খাদ্য ও আনুসঙ্গিক খাতে। পরের অবস্থানহুলোতে ছিল ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত। তবে সবখাতেই ছিল দরপতনের প্রবণতা। পাট, সেবা ও আবাসন, সিরামিক খাতে শতভাগ কোম্পানি দরপতনে ছিল।
ডিএসইর প্রধাণ সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট, ডিএসইএস প্রায় ৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট নেতিবাচক ছিল।
আজ পুঁজিবাজারে নেতৃত্ব দেয় খাদ্য ও আনুসঙ্গিক খাতের ফাইন ফুডস। কোম্পানিটির প্রায় ২৫ কোটি টাকা লেনদেন হয়। শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা। এরপরের অবস্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা। এছাড়া রবি, ওয়াইম্যাক্স, পুবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, সানলাইফ ইন্সুরেন্স, ইসলামি ব্যাংক, ওয়েষ্টার্ন মেরিন লেনদেনের শীর্ষ দশের তালিকায় উঠে আসে।
দরবৃদ্ধির তালিকায় ছিল মিডলান্ড ব্যাংক, ফাইন ফুডস, ওয়াইম্যাক্স, রূপালী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ব্যাংক। দরপতনে ছিল কেয়া কসমেটিকস। সম্প্রতি কোম্পানির চারটি কারখানায় উৎপাদন বন্ধের খবরে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা। এছাড়া তাকাফুল ইন্সুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, সাফকো স্পিনিং, নূরানী ডায়িং দরপতনের তালিকায় চলে আসে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিকভাবে হলেও পতনের ধারায় ছিল বাজার। প্রধাণ সূচক সিএসসিএক্স ৫৪ পয়েন্ট এবং সিএসপিআই সূচক ৯২ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। দর বাড়ে ৫৪ কোম্পানির, দরপতনে ছিল ১১৭টি এবং অপরিবর্তিত থাকে ২১টি কোম্পানির দর। লেনদেন হয় ১৩ কোটি ৬২ লাখ টাকা। সোয়া সাত কোটি টাকা লেনদেন হয়ে ফাইন ফুডস লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরে সাউথইস্ট ব্যাংক,জিপি, ওয়ালটন, ওয়েস্টান মেরিন এ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে গ্লোবাল হেভি কেমিক্যাল শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে রূপালী ব্যাংক, ঢাকা ডায়িং, সোনারগাঁও, এমারেল্ড অয়েল। ১০ শতাংশ কমে দরপতনের শীর্ষে উঠে আসে জাহিন টেক্স।