শমরিতা হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

শমরিতা হাসপাতালের পরিচালক শামসা চৌধুরি জানিয়েছেন, তিনি কোম্পানির এক লাখ ২৫ হাজার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি সম্পন্ন করেছেন। গত ২২ ডিসেম্বর তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই বিক্রির ঘোষনা দিয়েছিলেন।
আজ ডিএসইতে শমরিতা হসপিটালের শেয়ারের দর ১০ পয়সা কমে সবশেষ ৫০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। দিনভর শেয়ারটির দর ৫১ টাকা ৮০ পয়সা থেকে ৫০ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
বি ক্যাটাগরির শমরিতা হাসপাতাল ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়। কোম্পানিটি ইতিপূর্বে এ ক্যাটাগরিতে থাকলেও ২০২৪ সালে মাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরিতে নামে।
কোম্পানির মোট শেয়ারের ৪৫ দশমিক ১৮ শতাংশ স্পন্সর পরিচালক, ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক, ০১ শতাংশ বিদেশি ও ৪৫ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Comments