ইউনাইটেড ফাইন্যান্সের নাম পরিবর্তন
আর্থিক খাতের 'ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড' কোম্পানির নাম পরিবর্তন করে 'ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি' করা হয়েছে। নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামিকাল থেকে পুঁজিবাজারে নতুন নামে লেনদেন শুরু করবে ইউনাইটেড ফাইন্যান্স। তবে কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
আজ ডিএসইতে এই শেয়ারটি সবশেষ ১৩ টাকা ২০ পয়সায় লেনদেন হতে দেখা যায়। বি ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়। সবশেষ ২০২৩ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরিতে অবস্থান করছে কোম্পানিটি। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির ইপিএস হয়েছে ২২ পয়সা।
৩০০ কোটি টাকা অনুমোদিত ও ১৮৭ টাকা ১২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভে আছে ১৩৬ কোটি ৬৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৪টি। কোম্পানির মোট শেয়ারের ৪০ দশমিক ১৩ শতাংশ স্পন্সর পরিচালক, ১৫ দশমিক ৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৪৪ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।