বছরের শুরুতে আশা জাগাতে পারলো না পুঁজিবাজার
বছরের প্রথমদিনে আশা জাগাতে পারলো না পুঁজিবাজার। নতুন বছরের শুরুতে গতিশীল বাজারের যে প্রত্যাশা বিনিয়োগকারীদের ছিল তা পূরণ হয়নি। বরং অধিকাংশ কোম্পানির দরপতনে লেনদেন কমে গেছে। সূচকেও ছিল মিশ্র প্রবণতা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও ডিএস৩০ সূচক সামান্য ইতিবাচক হলেও পতনে ছিল ডিএসইএস সূচক। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৭১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট ইতিবাচক ছিল। ডিএসই শরীয়াহ সূচক নেতিবাচক ছিল ৩ দশমিক ৮২ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৮৫টির দরপতন হয়। লেনদেন হয় ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৩ কোটি ২৬ লাখ টাকা।
আজ সকালে লেনদেন ইতিবাচক গতিতেই শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর বিক্রির চাপ বাড়লে ধীরে ধীরে নেমে যেতে থাকে সূচক। মাঝে দুই একবার ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ইতিবাচক ছিল।
আশার কথা দীর্ঘদিন পর লেনদেন বেড়েছে ব্যাংকিং খাতে। এ খাতে ৬২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬৪ শতাংশ কোম্পানির। গত কয়েকদিন ইতিবাচক থাকার পর আজ ওষুধ ও রসায়ন খাতে ছিল মুনাফা তুলে নেয়ার প্রবণতা। যার কারণে অধিকাংশ কোম্পানির দরপতন হয়। এসএমই ছাড়া বাকি খাতগুলোতে দরপতনের হার বেশি ছিল। সাড়ে ৫ শতাংশ বেড়ে জাহিন স্পিনিং দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর বেড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। দীর্ঘদিন পরে প্রায় ৫ শতাংশ দর বেড়ে ইসলামি ব্যাংক তালিকার তৃতীয় অবস্থানে উঠে আসে। এছাড়া ডরিন পাওয়ার, জেমিনী সী ফুড, এসকে ট্রিমস, রবি, ইসলামিক ফাইন্যান্স শীর্ষ দশের তালিকায় অবস্থান করে।
প্রায় ৬৯ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের দরপতন হয় ৩৭ টাকা ৩০ পয়সা। বেশ কিছুদিন বৃদ্ধির পরে এখন এ শেয়ারটি থেকে মুনাফা তুলে নেয়া হচ্ছে। যার কারণে দরপতনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। সাড়ে ১৮ কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে টেলিযোগাযোগ খাতের রবি। দর বেড়েছে এক টাকা ১০ পয়সা। লেনদেনের শীর্ষ তালিকায় চারটি ব্যাংক অবস্থান করে নেয়। এরা হচ্ছে পুবালী ব্যাংক, ইসলামি ব্যাংক, দি সিটি ব্যাংক, যমুনা ব্যাংক। সবগুলো শেয়ারের দর বেড়েছে। দরপতনে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি, রূপালী লাইফ, কেয়া কসমেটিকস, গ্রামীণ স্কিম টু।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও সূচক ইতিবাচক ছিল। স্কয়ার ফার্মা ও মেঘনা পেট্রোলিয়মের দরবৃদ্ধি সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে। গতকাল এই দুই কোম্পানির একক প্রাধান্য ছিল সিএসইতে। লেনদেন হওয়া ১৭০ কোম্পানির মধ্যে ৭৩টির দরপতন হয়। দর বাড়ে ৭০টির। সিএসসিএক্স সূচক ইতিবাচক ছিল ২৫ পয়েন্ট। সিএএসপিআই সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। ৫৩ কোটি টাকা বেড়ে সিএসইতে লেনদেন হয় ৫৭ কোটি টাকা। এরমধ্যে স্কয়ার ফার্মা ও মেঘনা পেট্রোলিয়মের প্রায় ২৭ কোটি টাকা করে ৫৪ কোটি টাকার লেনদেন হয়।
প্রায় ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে হামি ইন্ডাস্ট্রিজ। এরপরের অবস্থানগুলোতে ছিল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, খান ব্রাদার্স পিপি, এসকে ট্রিমস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দরপতনে ছিল আরএসআরএম স্টিল, আলিফ ইন্ডাস্ট্রিজ, এইচআর টেক্স, রূপালী লাইফ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।