বেশিরভাগ কোম্পানির দরপতনেও সূচক ইতিবাচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বেশিরভাগ কোম্পানির দর কমলেও সূচকে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। লেনদেন আগের দিনের প্রায় কাছাকাছি ছিল। সূচক ইতিবাচক থাকার মূল কারণ বড় মূলধনি কোম্পানির দরবৃদ্ধি।
আজ সকালে লেনদেন শুরু হওয়ার সাথে সাথেই প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট উর্ধ্বমুখী হয়। এরপর সামান্য ওঠানামা করে লেনদেন চলতে থাকে। বেলা ১টার পরে সূচক নেমে গিয়ে আগেরদিনের অবস্থানে চলে আসে। বেলা পৌনে দুইটায় কেনার চাপ বাড়লে সূচক ধীরে ধীরে উর্ধ্বমুখী হতে থাকে। শেষপর্যন্ত ১১ পয়েন্ট ইতিবাচক থাকতে পেরেছে প্রধান সূচক। অন্য দুই সূচকও ইতিবাচক ছিল। আগের দিনের তুলনায় লেনদেন কম হয়েছে ৫০ লাখ টাকা। লেনদেন হয় প্রায় ৩৭৪ কোটি টাকা। দর বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ১৮৪টির। অপরিবর্তিত থাকে ৭১টির দর।
খাতভিত্তিক লেনদেনে ওষুধ ও রসায়ন খাতে প্রায় ৬১ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে। এদিন ব্যাংক খাতে ৫৪ কোটি টাকা লেনদেন হয়। এককভাবে কোনো খাতের দরবৃদ্ধি হয়নি। সবখাতেই কম বেশি দর বেড়েছে-কমেছে। সিরামিক, সেবা ও আবাসন এবং পাটখাতে দরপতনের হার বেশি ছিল।
২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হলেও অরিয়ন ইনফিউশনের দরপতন হয় ৪ টাকা ৯০ পয়সা। গত কয়েকদিন বৃদ্ধির পর আজ এই শেয়ার থেকে মুনাফা তুলে নেয়া হয়। যার কারণে দরপতন হয়। বিএটিবিসির প্রায় ১২ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। সাড়ে ১১ কোটি টাকা লেনদেন হয় রূপালী লাইফ ইন্সুরেন্সের। দরপতন হয় ৩ টাকা। ফাইন ফুডসের সোয়া ১১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা। এ তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে বিএসসি, পুবালি ব্যাংক, সিটি ব্যাংক, লিন্ডে বিডি, লোভেলো, মিডল্যান্ড ব্যাংক। সংযুক্ত আরব আমিরাতে জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন। এ খবরে আজ শেয়ারটির দর ১০ শতাংশ বেড়েছে। জেড ক্যাটাগরির হওয়াতে শীর্ষ দশের তালিকায় অবস্থান নিতে পারেনি কোম্পানিটি।
৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে লিন্ডে বিডি। এরপরের অবস্থানগুলোতে ছিল শাশা ডেনিম, এডিএন টেলিকম, হাক্কানি পাল্প, লিগ্যাসি ফুটওয়্যার। দরপতনের তালিকায় ছিল মিথুন নিটিং, আইপিডিসি, পিপলস লিজিং, আরামিট সিমেন্ট, এইচআর টেক্স।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে(সিএসই) সূচকে ছিল মিশ্র প্রবণতা। সিএসসিএক্স সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট নেতিবাচক ছিল। সিএএসপিআই সূচক বেড়েছে ১ দশমিক ৭৪ পয়েন্ট। লেনদেন হওয়া ২১০ কোম্পানির মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১০০টির দর। অপরিবর্তিত ছিল ২৭টির দর। লেনদেন হয় ৪ কোটি ১৮ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ দশে অবস্থান করে ফাইন ফুডস, ইন্ট্রাকো, লংকাবাংলা ফাইন্যান্স, বিএটিবিসি। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এএফসি অ্যাগ্রো, ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে হামি ইন্ডাস্ট্রিজের দর। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এর পরের অবস্থানগুলোতে ছিল ইস্টার্ন ক্যাবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স। দরপতনের তালিকায় অবস্থান করে নিটল ইন্স্যুরেন্স, এএমসিএল (প্রাণ), গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ মনোস্পুল পেপার।