বি ক্যাটাগরিতে শমরিতা হাসপাতাল
সবশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের দেয়া লভ্যাংশের হার কমে যাওয়ায় সেবা ও আবাসন খাতের শমরিতা হাসপাতাল বি ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সবশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৪৮ টাকা ২৭ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ২ টাকা ০৪ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল যথাক্রমে ০৩ পয়সা, ৪৩ টাকা ৯৯ পয়সা এবং এক টাকা ২২ পয়সা।
সেবা ও আবাসন খাতের কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বেড়ে সবশেষ দর হয় ৫২ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯৯ টাকা থেকে ৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটি ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২৩ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। ১৯৯৭ সালে পুঁজিবাজারে আসে শমরিতা হাসপাতাল।