উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটিবিসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা বিনিয়োগ করবে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, নিজস্ব তহবিল থেকে উল্লিখিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। এই বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপাদনশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।
বিএটিবিসি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি সবসময় ভালো মানের লভ্যাংশ দেয় বিনিয়োগকারীদের। সবশেষ ২০২৩ সালে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৯ সালে ৪০০ শতাংশ নগদ, ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ২০২১ সালে ২৭৫ শতাংশ নগদ, ২০২২ সালে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
৫৪০ কোটি টাকা অনুমোদিত ও পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভে আছে ৪ হাজার ৮২৬ কোটি টাকা। মোট শেয়ারের ৭২ দশমিক ৯১ শতাংশ পরিচালক, দশমিক ৬৪ শতাংশ সরকার, ১৩ দশমিক ৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক, ৪ দশমিক ৫৮ শতাংশ বিদেশি ও ৮ দশমিক ০৭ শতাংশ রয়েছে সাধারণ জনগণের হাতে।