ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে শতকোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন পতন দিয়ে শুরু হয়েছে। সব সূচকের পতনের পাশাপাশি লেনদেনেও পতন হয়। দর কমেছে বেশিরভাগ কোম্পানির। আজ সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক গতিতেই লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় শেয়ার কেনার চাপ বেশি ছিল। কিন্তু বেলা ১১টার পর থেকে বাড়তে থাকে বিক্রির চাপ। বেলা ১২টার পর আরেকবার সূচক উর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। গত কয়েকদিন সূচকের উর্ধ্বগতিতে যেসব শেয়ারের দর বেড়েছিল সেসব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকে সূচকের পতন হয়। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে ২২ কোটি ৬৭ লাখ টাকা। দর বেড়েছে মাত্র ৬৬টি কোম্পানির। দরপতন হয় ২৮১টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয় ২৫ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমে ৫ দশমিক ১৯ পয়েন্ট। ডিএসই শরীয়াহ সূচক কমে ৩ পয়েন্ট।
খাতভিত্তিক লেনদেনে সব খাতই দরপতনের কবলে পড়ে। ক্ষুদ্র খাতগুলোর মধ্যে সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ, পাট খাতে শতভাগ কোম্পানির দরপতন হয়। শীর্ষ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি টাকা, রবি'র ২৩ কোটি টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১১ কোটি টাকা লেনদেন হয়। এছাড়া যেসব কোম্পানি শীর্ষ দশের তালিকায় অবস্থান করে তারা হচ্ছে ড্রাগন সোয়েটার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুডস, জিপি, ওয়াইম্যাক্স ও বীকন ফার্মা।
দরবৃদ্ধির শীর্ষে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের দর ৭ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানগুলোতে ছিল রূপালী লাইফ, খান ব্রাদার্স পিপি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দরপতনের তালিকায় বস্ত্রখাতের প্রাধাণ্য ছিল। ৮ দশমিক ৯৫ শতাংশ দরপতন হয় ম্যাকসন্স স্পিনিংয়ের। এরপরে অবস্থান করে বে লিজিং, মিথুন নিটিং, ফিনিক্স ফাইন্যান্স ও নিউলাইন ক্লোথিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ২৪ দশমিক ৬৯ পয়েন্ট। সিএসপিআই সূচকের পতন হয় ৫৪ পয়েন্ট। দর বেড়েছে মাত্র ৪২টি কোম্পানির। কমেছে ১১০টির দর। সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি। পুবালী ব্যাংকের শেয়ারের প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়। এ কোম্পানির ১ কোটি ৭৪ লাখ শেয়ার মাত্র ৩ বার হাতবদল হয়।
একমি ল্যাবের সাড়ে ৩৫ কোটি টাকা এবং ওয়াটা ক্যামিকেলের ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দরবৃদ্ধিতে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, শার্প ইন্ডাস্ট্রিজ, ইস্টল্যান্ড, রূপালী লাইফ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
৯ দশমিক ৯১ শতাংশ কমে দরপতনের শীর্ষে ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল। এরপরের অবস্থানগুলোতে ছিল এইচ আর টেক্স, ডেল্টা স্পিনিং, সায়হাম কটন, মন্নু ফ্যাব্রিক্স।