বিআইএফসি’র পর্ষদ সভা ২৯ ডিসেম্বর
আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন (বিআইএফসি)র পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ ডিসেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের অনিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন যাচাই বাছাই শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়াও পরিচালনা পর্ষদ সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের, ৩০ জুন, ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে প্রকাশ করা হবে।
বিআইএফসি কোম্পানি ২০০৬ সালে পুঁজিবাজারে আসে। দীর্ঘদিন লোকসানে থাকায় এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।
গত একবছরে শেয়ারটির দর ১২ টাকা ৭০ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। বর্তমানে লেনদেন হচ্ছে ৯ টাকায়।