তিন হাজার কোটি টাকা ঋণের অর্থ পেয়েছে আইসিবি
রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের গ্যারান্টিতে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মঞ্জুর করা ঋণের অর্থ আইসিবি'র ব্যাংক হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রাষ্ট্রীয় গ্যারান্টি পাওয়ার পর পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে বিনিয়োগ ও উচ্চ সুদহারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে পুঁজিবাজারে নিজের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর ঋণের সুদের হার পরিবর্তন করে ব্যাংক রেট নির্ধারণ করা হয় এবং ১২ ডিসেম্বর আইসিবি'র ব্যাংক হিসাবে ঋণের অর্থ জমা দেওয়া হয়।
মোট ৪টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই অর্থ আইসিবিকে সরবরাহ করবে। এসব ব্যাংকের মধ্যে ডাচ বাংলা ব্যাংক ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংক ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংক ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংক ৮০০ কোটি টাকা ঋণ দেবে।
আইসিবি জানিয়েছে যে, ৪ শতাংশ সুদে নেওয়া এই ঋণের মাধ্যমে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে এবং ঋণ পরিশোধের জন্য ১৮ মাস সময় পাবে আইসিবি। ঋণের গ্যারান্টি সরকারে পক্ষ থেকে দেওয়া হয়েছে।