এক সপ্তাহ পর ঘুরে দাঁড়ালো বাজার
সপ্তাহব্যাপী পতনের পরে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করে। ব্লু চিপ খ্যাত কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ ১২ দশমিক ৪০ পয়েন্ট এবং শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২৬ দশমিক ৪২ পয়েন্ট উর্ধ্বমুখী হয়। লেনদেন হয় ৩০৪ কোটি টাকা। গতকালের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি টাকা। দর বেড়েছে ২৩২টি বা ৫৮ শতাংশ কোম্পানির। কমেছে ৮৯টির। অপরিবর্তিত ছিল ৬৯ কোম্পানির দর। আজ লেনদেনের শুরু থেকে শেয়ার কেনার চাপ থাকায় সূচক ধীরে ধীরে উর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী গতি অব্যাহত থাকে।
খাতভিত্তিক লেনদেনে সব খাতেই অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তবে বীমা, জীবন বীমা ও তথ্য ও প্রযুক্তি খাত সবচেয়ে ভালো অবস্থানে ছিল। তথ্য প্রযুক্তি খাতে শতভাগ কোম্পানির দর বেড়েছে। জীবন বীমা খাতে ৮৬ শতাংশ ও বীমা খাতে ৮১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় স্কয়ার ফার্মা। সাড়ে ১০ টাকা দর বেড়ে স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয় ২২২ টাকা ৯০ পয়সায়। এরপরে ১৫ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয় একমি ল্যাবের। দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। শীর্ষ দশের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড, এশিয়াটিক ল্যাব, এনআরবি ব্যাংক, ইন্ট্রাকো,জিপি, অগ্নি সিস্টেম, ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার।
৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, একমি ল্যাব, সোনারাগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, বীকন ফার্মা, ওয়াইম্যাক্স, ফাইন ফুডস, পিপলস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা। পতনের শীষে ছিল ড্রাগন সোয়েটার, ওয়াটা কেমিক্যাল, এইচ আর টেক্স, ফ্যামিলি টেক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮৭ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১২৯ পয়েন্ট ইতিবাচক ছিল। ১৬৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর।। লেনদেন হয় ৫ কোটি ৭০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে এক কোটি ৪২ লাখ টাকা।
এক কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয় শীর্ষে অবস্থান করে জিপিএইচ ইস্পাত। পরবর্তী অবস্থানগুলোতে ছিল প্রিমিয়ার সিমেন্ট, স্কয়ার ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি। দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসে ডেসকো, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, দেশবন্ধু পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ।