আজ থেকে ‘এ’ ক্যাটাগরিতে অ্যাসোসিয়েট অক্সিজেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটি 'জেড' থেকে 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। যে কারণে কোম্পানিটিকে 'বি' থেকে 'এ' ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে কোম্পানির শেয়ার 'এ' ক্যাটাগরিতে লেনদেন হবে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের কারণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনার জন্য কোনো ঋণ সুবিধা দিতে পারবে না।
ডিএসইতে আজ শেয়ারটি ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। ৪০০ কোটি টাকা অনুমোদিত ও ১০৯ কোটি ৭৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির রিজার্ভে আছে ৯২ কোটি ৬২ লাখ টাকা।