লেনদেন বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা

উভয় পুঁজিবাজারে আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর বাড়লেও ডিএসইএক্স ও ডিএস ৩০ সূচক নেতিবাচক অবস্থানে ছিল। সামান্য ইতিবাচক ছিল ডিএসইএস সূচক। দর বেড়েছে ৪৫ শতাংশ কোম্পানির। কমেছে ৩৬ শতাংশের। আজ সকালে লেনদেনের ২০ মিনিটের মধ্যে সূচক দিনের সর্বোচ্চ অবস্থানে উঠে যায়। এ সময় সূচকের অবস্থান হয় ৫ হাজার ২০০ পয়েন্টে। এরপর আবার নেমে যায়। মাঝে আরেকবার ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ধারাবাহিকভাবে নামতে থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক দশমিক ১৪ পয়েন্ট নিচে নেমে যায়। আগেরদিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৩৮ লাখ টাকা। ১৬ কোটি ৩২ লাখ শেয়ার এক লাখ ৩১ হাজার বার হাতবদল হয়। ডিএস ৩০ সূচক কমেছে দশমিক ০২ পয়েন্ট। অন্যদিকে ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ০৩ পয়েন্ট।
খাতভিত্তিক দরবৃদ্ধিতে এগিয়ে ছিল বীমা খাত। এ খাতে ৯০ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
১৩ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় সায়হাম কটন। এরপরে বেক্সিমকো ফার্মার লেনদেন হয় ১০ কোটি ৩৩ লাখ টাকার। লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন, লোভেলো, এশিয়াটিক ল্যাব, ড্রাগন সোয়েটার, নিউলাইন, এনআরবি, আইসিবি ও ব্র্যাক ব্যাংক।
৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সায়হাম টেক্সটাইল। ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে সায়হাম কটনের। ৭ দশমিক ৭৬ শতাংশ তাকাফুল ইন্ডাস্ট্রিজ, ৭ দশমিক ৩২ শতাংশ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ৬ দশমিক ৭১ শতাংশ বেড়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলের দর।
দরপতনের শীর্ষে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের দর ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। পরবর্তী কোম্পানিগুলো হচ্ছে এমারেল্ড অয়েল, ওরিয়ন ইনিফিউশন, খান ব্রাদার্স পিপি, লোভেলো, রুপালি লাইফ, সিনোবাংলা, মন্নু সিরামিক, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও জেনেক্স ইনফোসিস।
অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ১৬ দশমিক ১৪ পয়েন্ট, সিএসপিআই সূচক ৩১ দশমিক ৭৮ পয়েন্টে কমেছে। সামান্য ইতিবাচক ছিল সিএসআই সূচক। সিএসইতে ২০৮ কোম্পানির মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত ছিল ৩৭টি কোম্পানির দর। লেনদেন হয় ৬ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৭১ লাখ ৫৮ হাজার টাকা।
লেনদেনে শীর্ষ দশের তালিকায় অবস্থান করা জিপিএইচ ইস্পাতের এক কোটি ৭ লাখ টাকা, হামি ইন্ডাস্ট্রিজের এক কোটি ৪ লাখ টাকা, সোনালি লাইফের ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। পরবর্তী অবস্থানগুলোতে ছিল ইসলামি ব্যাংক, এসিআই।
৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে শীর্ষে অবস্থান করে ফিনিক্স ফাইন্যান্স। সায়হাম টেক্সের দর ৯ দশমিক ৯৩ শতাংশ, সায়হাম কটন ৯ দশমিক ৬৫ শতাংশ, বিডি থাই ফুড ৮ দশমিক ৮৭ শতাংশ, আমরা টেক ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।
৯ দশমিক ৯৭ শতাংশ কমে দরপতনের শীর্ষে উঠে আসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার গ্রিড। পরের অবস্থানগুলোতে ছিল পিপলস ইন্স্যুরেন্স, এন পলিমার, আনোয়ার গ্যালভানাইজিং, হামি ইন্ডাস্ট্রিজ।
Comments