টানা তিন কার্যদিবস পতনের ধারায় উভয় বাজার
পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় দিনেও পতনের ধারায় ছিল। টানা তিন কার্যদিবস ধরে পতন চলছে বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে। অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ মাত্র ৩২ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। দরপতনে ছিল ৪৫ শতাংশ কোম্পানি। অপরিবর্তিত ছিল ২১ শতাংশ'র দর। সব খাতেই দরপতনের হার বেশি ছিল। ডিএসইতে লেনদেন হয় ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা। ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৯ বার হাতবদল হয়। লেনদেনের শুরুতে সূচক কিছুটা উর্ধ্বমুখী হলেও ২২ মিনিটের মধ্যে বিক্রির চাপে সূচক নেমে যেতে থাকে। বেলা ১১টার দিকে সূচক কিছুটা ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর টানা পতনে চলে যায় সূচক। শেষ পর্যন্ত ১৪ পয়েন্ট নেতিবাচক অবস্থানে স্থির হয়্। ডিএসইএস সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক দশমিক ২৩ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪ কোটি ৭২ লাখ টাকা। ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১৯ হাজার ৪৮৬ কোটি ৬৮ লাখ টাকা।
১১ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ড্রাগন সোয়েটার। ৮ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে ছিল এনআরবি ব্যাংক। এরপরের অবস্থানগুলোতে ছিল এশিয়াটিক ল্যাব, অরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সালভো ক্যামিকেল, বিএসসি।
৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সালভো ক্যামিকেল। ৭ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে এইচ আর টেক্সের। ড্রাগন সোয়েটারের দর ৬ দশমিক ৯৫ শতাংশ, সিএনএ টেক্স ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টের দর সাড়ে পাঁচ শতাংশ করে বেড়েছে। দর পতনের শীর্ষ তালিকায় অবস্থান করে এমারেল্ড অয়েল, তাকাফুল ইন্সুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সিএসইতে সিএসসিএক্স সূচক ৪৪ দশমিক ৩৫ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৬৬ দশমিক ৯৩ পয়েন্ট নেতিবাচক ছিল। ২০৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৯০টির, অপরিবর্তিত ছিল ৪৫টির দর। সিএসইতে লেনদেন হয় ৬ কোটি ২৬ লাখ টাকা। বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৪৬ কোটি টাকা।
সিএসইতে ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে জিপিএইচ ইস্পাত। এরপরের অবস্থানগুলোতে ছিল রূপালি লাইফ, ইউসিবি, ড্রাগন সোয়েটার, মিরাকল ইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল এসোসিয়েট অক্সিজেন লিমিটেড, সোনালি লাইফ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্স, দেশবন্ধু পলিমার। দরপতনে ছিল বীকন ফার্মা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, ওয়াইম্যাক্স, পদ্মা লাইফ ও এমারেল্ড অয়েল।