ডিএসইতে ৬২ শতাংশ কোম্পানির দরপতন, লেনদেন তলানিতে
উভয় পুঁজিবাজারে গতকাল সব সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৯৩ কোটি টাকায় নেমেছে। লেনদেন কমেছে প্রায় ৪২ কোটি টাকা। চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম দিন লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির চাপে সূচক নেমে যায়। বেলা ১০টা ৪২ মিনিটে শেয়ার কেনার চাপে সূচক কিছুটা উর্ধ্বমুখী হলেও ১২টার পরে ফের নেমে যায়। এরপর আবার কেনার চাপ বাড়লেও শেষ পর্যন্ত প্রায় ১৫ পয়েন্ট নেতিবাচক অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। আজ মাত্র ৮৭টি কোম্পানির দর বেড়েছে। কমেছে ২৪৮টির। অপরিবর্তিত ছিল ৬০টির দর। আজ এক লাখ ১০ হাজার ৩৪৩ বারে ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়। লেনদেন হয় ২৯৩ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৬০৪ টাকা। ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৫১৭ কোটি ৬০ লাভ ২৭ হাজার ৪৮৪ টাকা।
৮ কোটি ৬২লাখ টাকা লেনদেন হয়ে বিবিধ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন শীর্ষ অবস্থানে ছিল। দরপতন হয়েছে ২ টাকা ১০ পয়সা। এরপরের অবস্থানগুলোতে ছিল স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, আইসিবি, গোল্ডেন সন, ফাইন ফুডস, লোভেলো, এশিয়াটিক ল্যাব ও ড্রাগন সোয়েটার।
৯ দশমিক ৬০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সোনারগাঁও টেক্সটাইল। ৭ দশমিক ৪২ শতাংশ দর বেড়েছে এই্চ আর টেক্সটাইলের। এরপরে দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় ছিল মন্নু সিরামিক, গোল্ডেন সন, দেশ গার্মেন্টস, ইনডেক্স অ্যাগ্রো, পাওয়ার গ্রিড, রুপালি লাইফ, তমিজউদ্দিন টেক্সটাইল ও স্টাইল ক্রাফট।
৯ দশমিক ৬৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপরের অবস্থানগুলোতে ছিল দুলামিয়া কটন, এটলাস বাংলা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড ওয়ান, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
সিএসইতে ১০৩ কোম্পানির দরপতন হয়। দর বেড়েছে ৪৬টির। অপরিবর্তিত ছিল ২৬টির দর। সিএসইতে লেনদেন হয় ৪ কোটি ৬৫ লাখ ৯১ হাজার টাকার। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার। লেনদেন বেড়েছে ৮১ লাখ টাকা। এক কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়ে সিএসইতে নেতৃত্ব দেয় জিপিএইচ ইস্পাত। এর পরের অবস্থানগুলোতে ছিল ইউসিবি, বিএসসি, খান ব্রাদার্স পিপি, এনআরবি ব্যাংক।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে মিরাকল ইন্ডাস্ট্রিজ। শেয়ারটির দর বেড়েছে ১০ শতাংশ। এরপরে এস আলম কোল্ড রোলসের দর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে পদ্মা লাইফ, এনার্জি পাওয়ার জেনারেশন, বাটা সু, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, রুপালি লাইফ, সোনারগাঁও ও এমারেল্ড অয়েল।
৯ দশমিক ৯০ শতাংশ কমে দরপতনের শীর্ষে উঠে আসে নর্দার্ন ইন্স্যুরেন্স। এরপরে পতনের শীর্ষ তালিকায় ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইসলামিক ফিন্যান্স।