জেড ক্যাটাগরিতে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভূক্ত কনফিডেন্স সিমেন্ট কোম্পানিকে 'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা না দেয়ার জন্য ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আগামিকাল বুধবার ( ৪ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ টাকা ১০ পয়সা বেড়ে কনফিডেন্স সিমেন্টে শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬২ টাকা ৪০ পয়সায়। এদিনে শেয়ারের দর ৬১ টাকা ৫০ পয়সা থেকে ৬৩ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। কোম্পানির ৪ লাখ ৩ হাজার শেয়ার ৬৮৭ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে আসে।
Comments