এয়ারপোর্ট সেন্টার পয়েন্টে অ্যাস্টার ফার্মেসি’র যাত্রা শুরু

দুবাইভিত্তিক অ্যাস্টার ডিএম হেলথকেয়ার-এর অধীনস্ত অ্যাস্টার ফার্মেসি মধ্যপ্রাচ্যে একটি জনপ্রিয় নাম। বাংলাদেশে এই আন্তর্জাতিক ফার্মেসি চেইনের ষষ্ঠ শাখা ঢাকার সেন্টার পয়েন্টে উদ্বোধন হয়েছে। এখানে উল্লেখ্য যে, অ্যাস্টার ফার্মেসি জিডি অ্যাসিস্ট দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফার্মেসি চেইন।
২০২৩ সালের ১০ জুলাই বনানী আউটলেট থেকে এস্টার যাত্রা শুরু করে। মাত্র দেড় বছরের পথ পরিক্রমায় আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪-এ এস্টার ফার্মাসির নতুন শাখার উদ্বোধন হয়ে গেল।

নতুন এ শাখার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ্ আলী আলহ্-মৌদী, জিডি এসিস্ট এর চেয়ারম্যান নাসির এ চৌধুরী, পরিচালক ফারজানা চৌধুরী এবং জিডি এসিস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন কোম্পানির অন্য ঊর্ধতন কর্মকর্তারা।
বিশ্বব্যাপী ৭ টি দেশে ৫০০ টিরও বেশি ফার্মেসি নিয়ে হেলফ্ কেয়ার প্রোভাইডার হিসেবে কাজ করে যাচ্ছে অ্যাস্টার। প্রতি বছর প্রায় দুই কোটি গ্রাহকের কাছে আস্থার নাম অ্যাস্টার ফার্মেসি। দেশের প্রথমসারির মেডিকেয়ার ও একমাত্র ওয়ান স্টপ সলিউশন এস্টার ফার্মেসি ইতিমধ্যেই সবার ভালোবাসা অর্জন করে পথ চলেছে।
Comments