যমুনা অয়েলের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসই'র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ হয়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য ২২৮ টাকা ৬১ পয়সা। যা ৩০ জুন, ২০২৩ সালে ছিল যথাক্রমে ৩০ টাকা ৮৭ পয়সা ও ২০৫ টাকা ৪৯ পয়সা। অর্থ্যাৎ সবশেষ আর্থিক বছরে ইপিএস বেড়েছে ৯ টাকা ১৩ পয়সা।
চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস এসেছে ১১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদমূল্য ২৪৭ টাকা ৯৪ পয়সা এবং ৩০ জুন, ২০২৪ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২২৮ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় বর্তমানে ব্যাংক আমানতের সুদের হার বাড়ার কারণে ইপিএস বেড়েছে।
আর্থিক তথ্য প্রকাশের কারনে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোন মূল্যসীমা নির্ধারণ করা থাকবে না। আজ যমুনা অয়েল কোম্পানির শেয়ার ১৯২ টাকা ৫০ পয়সা থেকে ১৯৬ টাকা ৪০ পয়সায় ওঠানামা করছে।
Comments