গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের দুই স্পন্সর পরিচালকের শেয়ার কেনা-বেচার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির একজন স্পন্সর এম. মুহিবুর রহমান, তার মালিকানাধীন ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে কোম্পানির আরেকজন স্পন্সর আজম জে চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বর্তমান বাজার মূল্যে ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে এই লেনদেন সম্পন্ন হবে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। মোট শেয়ারের মধ্যে ৩০ দশমিক ৫১ শতাংশ স্পন্সর/পরিচালকদের হাতে, ২১ দশমিক ৩৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, ৪ দশমিক ৬০ শতাংশ বিদেশি এবং ৪৩ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ জনগণের হাতে।
Comments