ইতিবাচক গতিতে চলছে বাজার

সবশেষ চার কার্যদিবস ধরে বাজারে ইতিবাচক গতি দেখা গেছে। আজ সূচক তেমন না বাড়লেও লেনদেন তুলনামূলক বেশি বেড়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তা সত্ত্বেও সূচক ইতিবাচক থাকার মূল কারণ গ্রামীন ফোন, আইসিবি, বেক্সিমকো কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি। সেইসাথে ব্যাংক খাতের লেনদেন ও দরবৃদ্ধি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৯ পয়েন্ট, ডিএসইএস সূচক দশমিক ০৪ পয়েন্ট, ডিএস৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট ইতিবাচক ছিল। ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ টাকা। দর বেড়েছে ১৪০টি কোম্পানির। দরপতন হয় ১৮৫টির। অপরিবর্তিত ছিল ৭৪টির দর।
প্রায় ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে ব্যাংকখাত। এরপরে ওষুধ ও রসায়ন খাত এবং বস্ত্রখাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল জীবন বীমা খাত। এখাতে ৮৬ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
১৯ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে পূবালী ব্যাংক। এরপরের অবস্থানগুলোতে ছিল গ্রামীণ ফোন, বিচ হ্যাচারি, জিপিএইচ ইস্পাত, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, ওরিয়ন ইনিফিউশন, ট্রাস্ট ব্যাংক।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এনার্জি প্যাক, জিপিএইচ ইস্পাত, কহিনূর, প্রাইম লাইফ, মন্নু সিরামিক। দরপতনে ছিল আনলিমা ইয়ান, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং, এইচআর টেক্স, হামি ইন্ডাস্ট্রিজ।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হয় ৪ কোটি ২৩ লাখ টাকা।
৬৫ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে লোভেলো আইসক্রিম। এরপরের অবস্থানগুলোতে ছিল কহিনূর কেমিক্যাল, মালেক স্পিনিং. এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এনার্জিপ্যাক।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনিং, ফিনিক্স ফাইন্যান্স। দরপতনে ছিল এভিন্স টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনিং, ফিনিক্স ফাইন্যান্স।
Comments