বিশ্ব মিডিয়াতে রেশমাকে নিয়ে তোলপাড়

মে ১১, ২০১৩

News-Media-Logosঢাকা জার্নাল: সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ ১৬ দিন পর জীবিত উদ্ধার হওয়া রেশমাকে নিয়ে দেশীয় গণমাধ্যমের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও তোলপাড় হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান পাওয়ার খবরের কিছুক্ষণের মধ্যেই দেশীয় মিডিয়ার মতো বিদেশি মিডিয়াগুলোও এই খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে।

বিবিসি তাদের সংবাদের শিরোনামে লিখেছে, ‘ইট-পাথরের স্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার’। সেই সঙ্গে প্রতিবেদনে রেশমাকে উদ্ধারের বিষয়ে দমকল বাহিনীর প্রধানের বক্তব্যও তুলে ধরা হয়েছে। এছাড়াও বিবিসি বাংলাতে রেশমাকে নিয়ে সংবাদটি লিড নিউজ হিসেবে প্রকাশ পেয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনও রেশমাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের বিষয়টি ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করে।

এছাড়া আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স, এপি, এনডিটিভিও এ খবর ব্রেকিং হিসেবে প্রকাশ করেছে।

এর আগে গত কয়েকদিন থেকেই সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে মৃতের সংখ্যা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শুক্রবার এই ঘটনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেলে সে বিষয়টি নিয়ে এসব গণমাধ্যম বিশেষ রিপোর্ট প্রকাশ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.