চাপের মুখে সিরিয়া !

এপ্রিল ২৮, ২০১৩

mideast_syria_12037271_custom-a8ec9e2d3175967987ce55dafc0760405edf6fd2-s6-c10ঢাকা জার্নাল: সংকটের শুরু থেকেই সিরিয়াকে একটি হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র – বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার মেনে নেয়া হবেনা৷ তেমন কিছু হলে সামরিক অভিযানের বিষয়টিও বিবেচনায় আসবে৷

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে, সেরকম অস্ত্র ব্যবহৃত হয়েছে৷

বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী অন্তত দুবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো৷ এক প্রতিবেদনে তা প্রকাশও করা হয়েছে৷ এর ফলে দেখা দেয় বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করার দাবি অবশেষে মেনে যুক্তরাষ্ট্রের মেনে নেয়ার সম্ভাবনা৷আসাদ সরকার ওবামার কাছ থেকে সামরিক অভিযান শুরুর ঘোষণার আশঙ্কাও করতেই পারে৷

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র ক্যাটলিন হেডেন জানিয়েছেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া এখনই সম্ভব নয়, কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘‘সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি, এসব ক্ষেত্রে গোয়েন্দাদের দেয়া তথ্য সব সময় যথেষ্ট নয়৷”

সিরিয়ার বিদ্রোহীরা বেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে আর্থিক এবং মানবিক সহায়তার পাশাপাশি অস্ত্রসহায়তাও চেয়ে আসছে৷ যুক্তরাষ্ট্র সে দাবি মেনে নেয়নি৷ বিদ্রোহীদের সঙ্গে বিভিন্ন দেশের ইসলামি জঙ্গিরাও আসাদ সরকারের অনুগত বাহিনীর বিরুদ্ধে যু্দ্ধ করছে – এ তথ্য কিছুটা শঙ্কায় রেখেছে ওবামা প্রশাসনকে৷ জঙ্গিদের সহায়তায় আসাদ সরকারের পতনের পর সিরিয়াও জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠতে পারে – এ আশঙ্কা যে খুব অযৌক্তিক নয় তা বোঝা যাচ্ছে গিডো ভেস্টারভেলের দেয়া একটা তথ্যেও৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাঁর দেশের অন্তত ২৫ জন ‘জেহাদি’-এ মুহূর্তে সিরিয়ায় বিদ্রোহীদের হয়ে যু্দ্ধ করছে৷

এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ওঠায় বান কি-মুন আসাদ সরকারের কাছে সে দেশে পরিদর্শক দলকে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন নতুন করে৷ জাতিসংঘের মহাসচিব দু’বছর ধরে চলমান সিরিয়া সংকটের বিভিন্ন পর্যায়ে এ দাবি জানালেও বাশার আল-আসাদের কাছ থেকে সাড়া পাননি৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.