সাভার ট্র্যাজেডি: আহত, নিহতদের নামের তালিকা

এপ্রিল ২৭, ২০১৩

ঢাকা জার্নাল: সাভারে ভবন ধসের ঘটনায় আহত ও নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন।

শুক্রবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার বিপরীত পাশের মুনসুর সুপার মার্কেটের দোতালায় কন্ট্রোল রুম থেকে মিডিয়াকর্মীদের এ নামের তালিকা তুলে দেওয়া হয়।

তালিকায় ২২১ জন নিহত ও ৮৮০ জন আহত ব্যক্তির নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ পরিচয় প্রকাশ করা হয়।

ঢাকা জেলার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান, গত দুইদিনে দুর্ঘটনা স্থলে এসে আহত ,নিহত ও নিখোঁজদের স্বজনেরা নাম ছবি নিয়ে বিভিন্ন স্থানে হণ্যে হয়ে ঘুরে ফিরছেন । এছাড়া অনেকে তাদের আপনজন কে খুঁজে পেতে সহায়ক হিসেবে এই তালিকা কাজে লাগাতে পারবে।

জেলা প্রশাসনের তালিকায়  আহতদের মধ্যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৮১ জন, ল্যাবজোন হাসপাতালে ২৫ জন, রাবেয়া ক্লিনিকে ১৮ জন, সুপার ক্লিনিকে ৫১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ জন, সাভার আধুনিক হাসপাতালে (সাভার শিমুল তলা) ০৩ জন, পলাশ ক্লিনিকে (থানা বাসষ্ট্যান্ড) ১৫ জন, গণস্বাস্থ্য কেন্দ্রে ০৬ জন, সীমা জেনারেল হাসপাতালে, ৫২ জন, সাভার জেনারেল হাসপাতালে ০৩ জন, সিআরপি হাসপাতালে ০২ জন, দীপ ক্লিনিকে ১১ জন, রোজ ক্লিনিকে ৪ জনসহ মোট ৮৮০ জন আহত ব্যক্তি  চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সাভার থানা ও সাভার অধর চন্দ্র স্কুলের সামনে ৭৬১ জন নিখোঁজের নামের তালিকা টানানো হয়েছে।

নিহতদের নামের তালিকা পড়তে ক্লিক করুন-১

নিহতদের নামের তালিকা পড়তে ক্লিক করুন-২

ঢাকা জার্নাল, িএপ্রিল ২৭, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.